করোনা নেগেটিভ শনাক্ত হয়েছেন জাতীয় দলের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। আগের দিন করোনা উপসর্গ দেখা দেওয়ায় রবিবার (১৩ ডিসেম্বর) করোনা টেস্ট করান তিনি।
রাতে আসা রিপোর্টে জানা গেছে, কোভিড নেগেটিভ শনাক্ত হয়েছেন তামিম ইকবাল এর।
গতকাল শনিবার (১২ ডিসেম্বর) বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বেক্সিমকো ঢাকার বিপক্ষে ম্যাচে খেলার সময় হুট করে অসুস্থ হয়ে পড়েন তিনি। ব্যাটিং শেষে ড্রেসিং রুমে ফিরে দুর্বল হয়ে পড়লে, তাকে তাৎক্ষণিকভাবে টিম হোটেলে পাঠিয়ে দেন চিকিৎসকরা। করোনা উপসর্গ থাকায়, তাকে হোটেলে আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়।
তামিম ইকবাল গতকাল গণমাধ্যমকে জানান, ম্যাচ চলাকালীন হুট করে প্রচন্ড অসুস্থতা অনুভব করায় হোটেলে ফিরে যান তিনি।
এরপর গতকাল সব ধরণের টেস্ট করা হয়েছে তামিমের। প্রাথমিকভাবে করোনা টেস্টে নেগেটিভ এসেছে তার।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের এলিমিনেটর রাউন্ডে বেক্সিমকো ঢাকার মুখোমুখি হবে তামিমের ফরচুন বরিশাল। সে ম্যাচে তামিম খেলতে পারবেন কিনা এখনও জানা যায়নি।