• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৩:২৬ অপরাহ্ন
Notice
We are Updating Our Website

যে তথ্য আপনাকে অবাক করবে-৪

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
যে তথ্য আপনাকে অবাক করবে-৪

পৃথিবীতে প্রতিদিন কতো অদ্ভুত কিছুই না ঘটে, যেগুলো আমাদের বিশ্বাস করতে কষ্ট হয়। তেমনি এমন কিছু ঘটনা পৃথিবীর বিভিন্ন এলাকায় ঘটেছে যেগুলো শুনেই হয়ত আপনি মিথ্যা মনে করে বাতিলের খাতায় ফেলে দেন।

কিন্তু বিশ্বাস করুন কিছু ঘটনা সম্পূর্ণ সত্য এবং অবাক হয়ে যাওয়ার মতো।

আজ দৈনিক এইদিনের পাঠকদের কাছে চতুর্থ কিস্তিতে এমন কয়েকটি অবাক করা তথ্য শেয়ার করবো-

১. প্রয়াত পপ সংগীতের রাজা মাইকেল জ্যাকসন ও প্রখ্যাত হলিউড অভিনেতা নিকোলাস কেজ দুজনেই কিংবদন্তী শিল্পী এলভিস প্রিসলির মেয়ে লিসা মেরি প্রিসলিকে বিয়ে করেছিলেন।

২. হ্যাংওভার-২ ও নাইট অফ দ্যা মিউজিয়াম মুভিতে অভিনয় করা ক্রিস্টাল নামে বানরটির নিজস্ব আইডিএম পেজ রয়েছে!

৩. “আমি ভাগ্যবান বোধ করছি” (I’m Feeling Lucky) গুগল অনুসন্ধানে এই লেখাটির জন্য প্রতিবছর ১১০ মিলিয়ন ডলার খরচ হয়। কারন সর্বমোট গুগল অনুসন্ধান ও বিজ্ঞাপনের ১% এই লেখাটি বহন করে।

৪. একমাত্র অ-স্তন্যপায়ী প্রজাতি হিসেবে দোয়েল সবচেয়ে বুদ্ধিমান প্রানী হিসেবে স্বীকৃত, কারণ আয়না পরীক্ষায় (mirror test) এরা নিজেদের চিনতে পারে।

৫. বেকড বিনস (Baked beans) কথাটি প্রচলিত থাকলেও বিনস আসলে বেকড করা যায় না, এটি আসলে রান্না করা হয়!

৬. মিস্টার বিন খ্যাত রোয়ান অ্যাটকিনসন বহুল জনপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা লায়ন কিং এর অন্যতম চরিত্র জাজুর কণ্ঠস্বর (voice) দিয়েছিলেন।

৭. বিশ্বখ্যাত বিপণি বিতান (ডিপার্টমেন্টাল শপ) ওয়ালমার্টের সবচেয়ে বেশি বিক্রিত পণ্য হচ্ছে কলা। প্রতিদিন ওয়ালমার্টে যে পরিমাণ কলা বিক্রি হয় যা তাদের সংগ্রহে থাকা অন্যান্য যেকনো পণ্যের চেয়ে অনেক বেশি!

৮. মঙ্গলগ্রহে সূর্যদয়ের রঙ হচ্ছে নীল!

৯. এলবিএস (Lbs) লাতিন লিব্রা (libra) থেকে এসেছে যার অর্থ পাউন্ড (pound)।

১০. মার্ক জাকারবার্গ ২০০৫ সালে মাত্র ৭৫ মিলিয়ন ডলারে ফেসবুক বিক্রি করে দিতে চেয়েছিলেন!


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর