পৃথিবীতে প্রতিদিন কতো অদ্ভুত কিছুই না ঘটে, যেগুলো আমাদের বিশ্বাস করতে কষ্ট হয়। তেমনি এমন কিছু ঘটনা পৃথিবীর বিভিন্ন এলাকায় ঘটেছে যেগুলো শুনেই হয়ত আপনি মিথ্যা মনে করে বাতিলের খাতায় ফেলে দেই।
কিন্তু বিশ্বাস করুন কিছু ঘটনা সম্পূর্ণ সত্য এবং অবাক হয়ে যাওয়ার মতো।
আজ দৈনিক এইদিনের পাঠকদের কাছে দ্বিতীয় কিস্তিতে এমন কয়েকটি অবাক করা তথ্য শেয়ার করবো-
১. শুধুমাত্র প্রশিক্ষকের অভাবে জাপানের বহুল জনপ্রিয় ও ঐতিহ্যবাহী নিনজা প্রতিযোগিতা অস্তিত্ব সংকটে ভুগছে।
২. ব্রেড টোস্ট বানানোর প্রক্রিয়াকে বলে ‘মেইলার্ড রিয়্যাকশন’ (Maillard Reaction- এমিনো এসিডের একটি রাসায়নিক প্রক্রিয়া, যেখানে টোস্টে চিনির মাত্রা কমানো হয়)।
৩. একটি শামুকের ১৪,০০০ দাঁত থাকে, এরমধ্যে কিছু দাঁত এত বিষাক্ত যে এতে একজন পূর্নবয়স্ক মানুষের মৃত্যু হতে পারে!
৪. প্রক্রিয়জাত ফ্রুট লুপস (Froot Loops) অনেক রঙের হয় কিন্তু সবগুলার স্বাদ একইরকম।
৫. বিখ্যাত অভিনেতা ও প্রযোজক ও পরিচালক জর্জ ক্লুনি আমেরিকার সাউথ পার্ক এলাকায় ‘স্পার্কি’ নামে এক সমকামি কুকুরের অধিকার বিষয়ে সরাসরি ভুমিকা রেখেছিলেন।
৬. ফ্রান্সে সবচেয়ে চাহিদাসম্পন্ন ও বেশি বিক্রি হয় গোলাপি রঙের টয়লেট পেপার।
৭. মানুষের নাক সম্পূর্ন আলাদা ধরনের ৫০,০০০ বেশি গন্ধ শনাক্ত করতে পারে!
৮. পিস কেক (sliced cake) আবিষ্কারের মাত্র দু’বছর পরে টেলিভিশন আবিষ্কার হয়েছিল।
৯. সোনাব্যাং তার জীবদ্দশায় কখনো ঘুমায় না!
১০. বিশ্বের দশটি বৃহত্তম মূর্তির মধ্যে আটটি হচ্ছে বুদ্ধের!