ডেস্ক রিপোর্ট: শুক্রবার ভারতের কলকাতায় যোধপুর পার্কের নিজের ফ্ল্যাট মারা যান বলিউড অভিনেত্রী আরিয়া বন্দ্যোপাধ্যায়। শুক্রবার আরিয়ার মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। পরে শনিবার ময়নাতদন্তের রিপোর্ট এসে পৌঁছে পুলিশের হাতে।
তাঁর ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেত্রী পড়ে গিয়ে আঘাতে মারা গেছেন। রাতে খাওয়াদাওয়ার পর মদ্যপান করে বেসামাল হয়ে পড়ে যান ৩৫ বছর বয়সী আরিয়া। সে সময় হয়তো ভারসাম্য হারিয়ে পড়ে যান। প্রচুর রক্তক্ষরণ হয়, রাতের কোনো একসময় মারা গেছেন আরিয়া।
প্রতিবেদনে চিকিৎসকরা জানান- হার্ট, কিডনিসহ বিভিন্ন অঙ্গ অকার্যকর এবং লিভার সিরোসিস হয়ে মৃত্যু হয়েছে অভিনেত্রী আরিয়া বন্দ্যোপাধ্যায়ের। তা ছাড়া তার শরীর থেকে পাওয়া গেছে ২ লিটার মদ। খবর কলকাতা টুয়েন্টিফোরের।
পুলিশের প্রাথমিক ধারণা, যোধপুর পার্কের বাড়িতে একাই থাকতেন অভিনেত্রী। ফলে মদ্যপ অবস্থায় বেসামাল হয়ে পড়ে গিয়ে তার মাথা ফেটেছে এবং ঠোঁট ও নাকে আঘাত লেগেছে৷ তাছাড়া মাঝেমধ্যেই তার নাক-মুখ থেকে রক্ত পড়ত৷ একবছর আগে হেপাটাইটিস বিতে আক্রান্ত হন আরিয়া। কিডনির সমস্যায়ও ভুগছিলেন তিনি৷
উল্লেখ্য, ভারতের প্রখ্যাত সেতারবাদক পণ্ডিত নিখিল বন্দ্যোপাধ্যায়ের ছোট মেয়ে আরিয়ার আসল নাম দেবদত্তা বন্দ্যোপাধ্যায়। হিন্দুস্তানি ধ্রুপদি সংগীতে স্নাতকোত্তর ডিগ্রিধারী আরিয়া অভিনয় শেখেন মুম্বাইয়ের অনুপম খের অ্যাকটিং স্কুলে। মডেলিং দিয়ে বিনোদন দুনিয়ায় ক্যারিয়ার শুরু করেছিলেন আরিয়া। এরপরই বলিউডে অভিনয়ের সুযোগ পান তিনি। দিবাকর বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘লাভ সেক্স অর ধোকা’ ছবিতে অভিনয় করে তিনি জনপ্রিয় হন। এছাড়া বিদ্যা বালানের সঙ্গে ‘ডার্টি পিকচার’ ছবিতেও অভিনয় করেছেন আরিয়া।