আমরা যে পৃথিবীতে বাস করি তার ভেতর অনেক কিছুই আশ্চর্যজনক সত্য দ্বারা পরিপূর্ণ যা আপনি কখনও জানতেন না! আজ দৈনিক এইদিনের পাঠকদের জন্য পঞ্চম পর্বে এমন কিছু অজানা তথ্য পেশ করবো যেগুলো জেনে আপনাদের জীবনে সত্যিই নতুন অভিজ্ঞতা হবে!
সুতরাং মাথা ঠাণ্ডা করে কোমল পানীয় বা কফির গ্লাস নিয়ে আরাম করে বসুন এবং সম্পূর্ণ আশ্চর্যজনক ও অজানা এই তথ্যগুলো উপভোগ করুন…
১. সাহারা মরুভূমিতে বালু অংশের পরিমাণ মাত্র এক চতুর্থাংশ!
এই বিশাল মরুভূমির বেশিরভাগ অংশ হচ্ছে নুড়ি দ্বারা আবৃত, এছাড়া এখানে পর্বতশ্রেণী এবং মরুদ্যান রয়েছে। এ কারণেই সাহারা মরুভূমিকে বিশ্বের সবচেয়ে বড় মরুভূমি বলা ভুল হবে…
২. অ্যান্টার্কটিকাই বিশ্বের বৃহত্তম মরুভূমি!
অ্যান্টার্কটিকা মহাদেশের অ্যান্টার্কটিক পোলার মরুভূমিটি প্রায় ৫.৫ মিলিয়ন বর্গ মাইল জুড়ে অবস্থিত। এটি সাহারা মরুভূমির (৩.৬ বর্গ মাইল) চেয়ে প্রায় দুই মিলিয়ন বর্গ মাইল বড়!
৩. ১৯৬০ সালে কিউবায় একটি গাভি মার্কিন উপগ্রহের আঘাতে মারা গিয়েছিল!
এই ঘটনা এমন সময়ে ঘটেছিল যখন আমেরিকার সঙ্গে কিউবার সামরিক যুদ্ধ চলমান ছিলো। এই ঘটনার ফলে আমেরিকান নাগরিকদের নিয়ে কিউবান নাগরিকরা অনেক কৌতুক করার সুযোগ করে দিয়েছিল। এরপর থেকে আমেরিকান নাগরিকদের তারা ক্ষেপাতে ওই গাভিটির একটি ভাস্কর্য বানিয়ে লিখে দিয়েছিল, ‘আইজানহওয়ার’ (কিউবায় আমেরিকানদের এই নামে ডাকা হয়) তোমরা উপগ্রহ ফেলে আমাদের এক বোনকে হত্যা করেছো!
৪. মানব শরিরের মধ্যে নাক ও কানের বৃদ্ধি কখনোই বন্ধ হয় না!
মানবদেহের সব অংশের বৃদ্ধি এক সময়ে বন্ধ হলেও এই দুটি অঙ্গ খুবই ধীর গতিতে বৃদ্ধি পেতে থাকে!
৫. 1990 এর দশকে বিশ্বে যত সিডি ডিস্ক বানানো তার অর্ধেকই আমেরিকার এওএল সাইন ডিস্ক (AOL sign-up discs, ইন্টারনেট ব্যবহারকারীদের নাম রেজিস্ট্রেশন) হিসেবে ব্যবহার করা হয়েছে।
বর্তমান সময়ের অল্প বয়সীদের এ ব্যাপারটি অনেক অবাক করবে, ইন্টারনেট সরবরাহকারীকে সাইন আপ করতে তখন এই ডিস্ক ব্যবহার করা হত।
আরও কয়েকবছর পরে ৫ জি’র যুগ আসলে বর্তমানের ৩জি প্রযুক্তিও পরবর্তী জেনারেশনের কাছে এমন অবাক করার মতই ব্যাপার হবে!