আপনি কি কখনও ভেবে দেখেছেন, আপনি বিশ্বের কতো জায়গা ভ্রমণ করেছেন? আপনার দেহের ক্ষুদ্রতম হাড় কোনটি? বা জিসাস নাট কি?
আজ দৈনিক এইদিনের পাঠকেরা ৮ম পর্বে এমন অনেক অজানা প্রশ্নের উত্তর পাবেন, যা আপনাকে শুধু বিস্মিত করবে না বরং আপনার জ্ঞানের পরিধি বাড়াতে সহায়তা করবে।
১. পাখিরা কখনো প্রস্রাব করে না!
বেশিরভাগ স্তন্যপায়ী প্রাণী যা করে পাখিরা তার বিপরীত আচরণ করে থাকে। তারা নাইট্রোজেনকে ইউরিক অ্যাসিডে রূপান্তর করে। পাখিরা মলের সাথে প্রস্রাবসহ দেহের সব বর্জ্য বের করে দেয়।
২. ইংল্যান্ডের ‘হাউজ অফ পার্লামেন্ট’ এ কারো মৃত্যু সম্পূর্ণ অবৈধ!
আশ্চর্যের ব্যাপার, এই আইন কার্যকরের কারণ যদি কেউ পার্লামেন্টের ভেতর মারা যায় তবে সে রাষ্ট্রীয় জানাজার সম্মান পায়। এ আইনটিকে ব্রিটিশ নাগরিকরা সবচেয়ে হাস্যকর আইন হিসাবে নির্বাচিত করেছে!
৩. বিশ্বের সর্বাধিক বিষাক্ত জেলিফিশ হচ্ছে ‘ইরুকান্দি’!
যদিও প্রাণঘাতী জেলিফিশের মধ্যে ইরুকান্দির অবস্থান দুই নাম্বারে। আর সবচেয়ে আশঙ্কার বিষয়, এই ক্ষুদ্র জেলিফিশটি মানুষের নখের চেয়েও ছোট। তবে ইরুকান্দির বিষ কোবরার বিষের চেয়েও ১০০ গুণ বেশি শক্তিশালী!
৪. প্রতি বছরের ২০ মার্চ হচ্ছে ‘স্নোম্যান বার্নিং ডে’!
আমেরিকান এবং সুইস নাগরিকরা একটি বাড়তি ছুটির দিন পেতে শীতের মৌসুমের শেষের প্রতীক হিসাবে এই অদ্ভুত দিবসটি চালু করেছে!
৫. ‘গেম অফ থ্রোনস’ এর আয়রন সিটে রানী এলিজাবেথকে বসতে দেয়া হয়নি!
ব্রিটেনের রানী এলিজাবেথ গেম অফ থ্রোনসের সেটটি পরিদর্শন করেছিলেন। তবে একটি অস্পষ্ট নিয়মের কারণে আয়রন সিটে রানীকে বসতে দেওয়া হয়নি। সেই নিয়মটি হচ্ছে- যদিও সেই সিংহাসন কাল্পনিক বা বাস্তব যাই হোক না কেনো, সিংহাসনে ক্ষমতাসীন রাজা বা রানী বিদেশি কোনো সিংহাসনে বসতে পারবে না!
৬. নিউজিল্যান্ডের অফিসিয়াল জাদুকর রয়েছে!
১৯৯০ সালে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী তার পুরানো বন্ধু ইয়ান ব্র্যাকেনবারি চ্যানেলকে সরকারি জাদুকর হিসেবে নিয়োগ দিয়েছিলেন। এমনকি তাকে বার্ষিক উপবৃত্তিও দেওয়া হতো!
৭. নাকের ঘ্রাণশক্তি লোপ পেলে আপেল, আলু এবং পেঁয়াজের একই স্বাদ লাগবে!
খাবারের স্বাদের ৮০% আমরা গন্ধ অনুভূতির কারণে পেয়ে থাকি। গন্ধ অনুভূতি না থাকলে চোখ বেধে আপেল, আলু এবং পেঁয়াজ খেলে কেউ এদের পার্থক্য আলাদা করতে পারবে না!
৮. ভিনসেন্ট ভ্যান গগ তার জীবদ্দশায় কেবল একটি চিত্রকর্ম বিক্রি করতে পেরেছিলেন!
ভ্যান গগ বেঁচে থাকা অবস্থায় ‘দ্যা রেড ভাইনইয়ার্ড’ এই চিত্রকর্মটি বিক্রয় করতে পেরেছিলেন। আর এটি মাত্র ৪০০ ফ্রাংকে বেলজিয়ামের ব্রাসেলসের এক ব্যক্তি কিনেছিলো!
৯. তাইওয়ানের একটি সংস্থা গম থেকে ডিনারওয়্যার তৈরি করে, তাই আপনি খাবারের সাথে সাথে সেই প্লেটও খেয়ে ফেলতে পারবেন!
তারা শুধু গম থেকে প্লেটই তৈরি করে না? তারা চামচ, বাটি এবং চপস্টিকগুলোও গম দিয়ে বানায়। এই থালা বাসন শুকনো থাকায় কয়েক মাস ধরে সংরক্ষণ করা যায়!
১০. গড়ে প্রতিটা ব্যক্তি তাদের জীবদ্দশায় বিশ্বজুড়ে পাঁচবারের সমান পদচারণ করে!
একজন মানুষের গড় আয়ু ৮০ বছর ধরে এই হিসাব করা হয়েছে। এই হিসাবে ৮০ বছর জীবনে প্রায় এক লাখ দশ হাজার মাইল হেঁটে থাকে, অপরদিকে পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলের পরিধি মাত্র ২৪,৯০০ মাইল!