• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৮:৫৪ পূর্বাহ্ন
Notice
We are Updating Our Website

আপনার জীবনকে রাঙিয়ে তুলবে যেসব মজার তথ্য-৩

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
আপনার জীবনকে রাঙিয়ে তুলবে যেসব মজার তথ্য-৩

আপনি কি কখনও ভেবে দেখেছেন, আপনি বিশ্বের কতো জায়গা ভ্রমণ করেছেন? আপনার দেহের ক্ষুদ্রতম হাড় কোনটি? বা জিসাস নাট কি?

আজ দৈনিক এইদিনের পাঠকেরা এমন অনেক অজানা প্রশ্নের উত্তর পাবেন, যা আপনার জ্ঞানের পরিধি বাড়াতে সহায়তা করবে।

১. সোমবার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে!

যদিও এটা মজার বিষয় নয় তবে এটা আকর্ষণীয় ব্যাপার! অন্যান্য দিনের চেয়ে সোমবার হার্ট অ্যাটাকের সম্ভাবনা ২০% বেশি থাকে। বিকাল ৪টা থেকে রাত ১০টার মধ্যে এই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি থাকে। তবে ভয়ের কিছু নেই সোমবার সম্পর্কে অনেক মজাদার ও ইতিবাচক তথ্যও আছে।

২. উইম্বলডন খেলার সময় টেনিস খেলোয়াড়দের কখনো শপথ নেয়ার প্রয়োজন হয় না!

এ কারণে উইম্বলডন চলাকালীন কোনো খেলোয়াড় নিয়ম ভঙ্গ করলে তাদের নিজস্ব ভাষায় লাইন বিচারকেরা অভিশাপ/গালি দিয়ে থাকে!

৩. ২০১৭ সালে হাঙরের আক্রমণে যত মানুষ মারা গেছে, সেলফি তুলতে গিয়ে তার চেয়ে অনেকগুণ বেশি মানুষ মারা গেছে!

২০১৭ সালে সারাবিশ্বে হাঙরের আক্রমণে মাত্র ৫ জন মারা গিয়েছিল। অসতর্ক অবস্থায় সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনায় পতিত হয়ে মারা গেছেন ৩৫ জন!

৪. প্রচণ্ড শব্দে পাদের জন্য দায়ী মূলত ছয়টি খাবার!

এগুলো হচ্ছে- শিম, ভুট্টা, বেল মরিচ, ফুলকপি, বাঁধাকপি এবং দুধ। এ কারণে ভালবাসার মানুষের সঙ্গে ডেটে যাওয়ার আগে সচেতনভাবে এই খাবারগুলা এড়িয়ে চলুন।

৫. হাবো স্পাইডার নামে এক প্রজাতির দানবাকৃতির মাকড়সা রয়েছে!

হাবো স্পাইডার হচ্ছে তেজেনারিয়া এগ্রেস্টিস প্রজাতির। এরা তখনই কামড়ায় যখন এরা মানুষ বা অন্য কোনো প্রাণী দ্বারা পিষ্ট হয়।

৬. সিংহের গর্জন ৫ মাইল দূর থেকেও শোনা যায়!

সুনির্দিষ্টভাবে বলতে সিংহ ১১৪ ডেসিবেল শাব্দিক তরঙ্গে গর্জন করে থাকে। গ্যাস চালিত লন মোয়ারের (lawnmower) চেয়ে প্রায় ২৫ গুণ বেশি শব্দ উৎপন্ন করতে পারে সিংহ।

৭. পৃথিবীর একমাত্র দেশ ‘সেইন্ট লুসিয়া’ যার নামকরণ করা হয়েছে একজন নারীর নামে!

একটি দুর্ঘটনায় পতিত হয়ে ফরাসি একটি জাহাজের যাত্রী ও নাবিকেরা সেইন্ট লুসিয়া দ্বীপ আবিষ্কার করেন। আর তারা এই দ্বীপে যখন এসে আশ্রয় নিয়েছিলেন সেদিন ছিলো সেন্ট লুসি-র ভোজ দিবস। এ কারণে তারা দ্বীপটির নামকরণ করেন ‘সেন্ট লুসিয়া’ নামে।

৮. মাকড়সার বাচ্চাকে বলে ‘স্পাইডারলিং’!

মাকড়সা দেখতে আসলে সুন্দর না, তবে অপরিণত মাকড়সাদের অফিসিয়ালি ‘স্পাইডারলিং’ নামে ডাকা হয়। আর এ নামকরণের পেছনে মাকড়সার বাচ্চা একসাথে হাজারের বেশি জন্মানো মূল ভূমিকা পালন করেছে।

৯. মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী তাদের পেরিস্কোপ ব্যবহারের জন্য এক্সবক্স নিয়ন্ত্রণকারীদের ব্যবহার শুরু করেছে!

আপনি আসলে সঠিক দেখছেন, কারণ পেরিস্কোপের নিয়ন্ত্রণ ব্যবস্থা এতই জটিল যে এ কাজে এক্সবক্স ব্যবহারের ফলে এর ব্যবহার অনেক সহজ হয়ে গেছে।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর