ডেস্ক রিপোর্ট: যশোরের ঝিকরগাছা উপজেলার খরুষা গ্রামে আট শ আম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এই আট শ গাছ ১৬ জন কৃষকের। শনিবার সকালে ক্ষতিগ্রস্ত কৃষকদের একজন মওদুদ আহম্মেদ দিপু ঝিকরগাছা থানায় অভিযোগ দায়ের করেছেন।
মওদুদ আহম্মেদ বলেন, ভোররাতে দেখি কে বা কারা আমার তিন বিঘা জমির ১২০টি গাছ কেটে ফেলেছে। তিন বছর আগে গাছগুলো লাগানো হয়েছিল। প্রতিটি গাছে আগামী মৌসুমে আম ধরার কথা। খোঁজ নিয়ে জানতে পারি পাশে যে বাগানগুলো ছিল সেগুলোর গাছও কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এখানে পাশাপাশি ২০ বিঘা জমিতে ১৬ জনের আম বাগান ছিল। দুর্বৃত্তরা আট শ আম গাছ কেটে ফেলেছে।
এ বিষয়ে ঝিকরগাছার শিওরদহ পুলিশ কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান বলেন, ‘গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ তদন্ত করছে।’