• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০১:২৪ অপরাহ্ন
Notice
We are Updating Our Website

ফুলবাড়িয়া মার্কেটে চলছে চতুর্থ দিনের উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
ফুলবাড়িয়া মার্কেটে চলছে চতুর্থ দিনের উচ্ছেদ অভিযান

রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া সুপার মার্কেট-২-এ চতুর্থ দিনের মতো অভিযান চালাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। রোববার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে নকশাবহির্ভূত দোকান অপসারণের এই অভিযান শুরু হয়। সিটি করপোরশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন অভিযানের নেতৃত্ব দিচ্ছেন।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানান, সিটি করপোরশন মালিকানাধীন এই মার্কেটে মোট ৯১১টি নকশাবহির্ভূত বা অবৈধ দোকান রয়েছে। এসব দোকান মার্কেটের সিঁড়ি, হাটা-চলার পথ, টয়লেট, লিফটের জায়গা, ফুটপাতে করা হয়েছে। তাই ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপসের নির্দেশে গত মঙ্গলবার থেকে এই মার্কেটে অভিযান চলছে।

ইতোমধ্যে দুই-তৃতীয়াংশ অবৈধ দোকান গুঁড়িয়ে দেওয়া হয়েছে। প্রয়োজনে আরও কয়েকদিন এই মার্কেটে অভিযান চালানো হবে বলে জানান এ কর্মকর্তা।

এর আগে মঙ্গলবার (৮ ডিসেম্বর) ফুলবাড়িয়া সুপারমার্কেট-২ থেকে ২৫০টি দোকান উচ্ছেদ করে ডিএসসিসি। মঙ্গলবার অবৈধ দোকান উচ্ছেদ অভিযানের প্রথম দিনে বাধা উপেক্ষা করে এই অভিযান চালানো হয়।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর