• শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৬:২১ পূর্বাহ্ন

হেফাজতের মহাসচিব নূর হোসাইন কাসেমী মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
হেফাজতের মহাসচিব নূর হোসাইন কাসেমী মারা গেছেন

হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১৩ ডিসেম্বর) রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার প্রেস সচিব মুফতি মুনির আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, দুপুর সোয়া ১টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

এর আগে গত ১ ডিসেম্বর অ্যাজমা ও শ্বাসকষ্ট নিয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিলেন তাকে। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে গত শুক্রবার তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।

হেফাজতে ইসলাম প্রতিষ্ঠার পর থেকে নূর হোসাইন কাসেমী সংগঠনটির ঢাকা মহানগর সভাপতির দায়িত্ব পালন করেন। পরে নতুন কমিটিতে তিনি মহাসচিব হিসেবে নির্বাচিত হন। তিনি ঢাকা জামিয়া মাদানীয়া বারিধারার প্রতিষ্ঠাতা ও পরিচালক ছিলেন।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর