গাজীপুরের শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি নতুনবাজার এলাকায় গিয়াস উদ্দিন নামে এক অটোরিকশার গ্যারেজ মালিককে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
নিহত গিয়াস উদ্দিন নতুনবাজার এলাকার হাজী আব্দুল মালেকের ছেলে।
গিয়াস উদ্দিন দীর্ঘদিন ওই এলাকায় নিজের গ্যারেজে নতুন ব্যাটারিচালিত অটোরিকশা তৈরি, বিক্রি ও চার্জ দেয়ার কাজ করতেন বলে জানান নিহতের বড় ভাই সিরাজুল ইসলাম জানান।
তিনি আরও জানান, রাতে একাই গ্যারেজে ঘুমাতেন গিয়াস উদ্দিন। শনিবার সকালে চালকরা চার্জ দেয়া অটোরিকশা আনতে যায়। ওই সময় গ্যারেজের গেট খোলা পেয়ে ভেতরে গিয়ে তারা গিয়াস উদ্দিনের শরীরের উপরের অংশ কম্বল দিয়ে ঢাকা ও পা খোলা অবস্থায় দেখতে পায়। অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে তারা বাড়ির লোকজনকে খবর দেয়। পরে বাড়ির লোকজন এসে গিয়াস উদ্দিনের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় শ্রীপুর থানা, পুলিশের ক্রাইমসিন ইউনিট, পিবিআই ও র্যাব সদস্যরা।
নিহতের মাথায় ভোঁতা ও ধারালো অস্ত্রের তিনটি আঘাতে চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডে একাধিক ব্যক্তি যুক্ত থাকতে পারে বলে জানান পুলিশের ক্রাইমসিন ইউনিটের পরিদর্শক তোফাজ্জল হোসেন।
এদিকে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ চন্দ্র সরকার জানান, ঘটনাস্থল থেকে অজ্ঞাত একজনের রক্ত মাখা ফুলহাতা শার্ট উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।