মাদারীপুরের রাজৈর পৌরসভা মেয়র পদ নির্বাচন বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে। এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাজমা রশীদকে (নৌকা প্রতীক) বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে তাকে মেয়র পদে বিজয়ী ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান।
এর আগে রাজৈর পৌরসভা নির্বাচন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এই প্রথম রাজৈরে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ হয়। নতুন এ পদ্ধতি গ্রামগঞ্জে নারী ও পুরুষ ভোটারদের কাছে অপরিচিত হওয়ায় ভোটগ্রহণ ধীরগতিতে চলেও বিপুলসংখ্যক ভোটারের উপস্থিতি দেখা যায়।
রাতে জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে নাজমা রশীদ ৯ হাজার ৭৭৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সিদ্দিকুর রহমান বক্কর (চামচ প্রতীক) ৭ হাজার ৫৯৮ ভোট পেয়েছেন।