ডেস্ক রিপোর্ট: রাজধানীর উর্দুরোড চকবাজারের একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে। শুক্রবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।
এর আগেও তিনবার চকবাজারের নোয়াখালী ভবনে অবস্থিত এই কারখানায় আগুন লেগেছিল।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখনো কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন নিয়ন্ত্রণে আসলে সূত্রপাতের কারণ জানা যাবে।