ডেস্ক রিপোর্ট: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি রাখাল আহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে রাধানগর ইউনিয়নের বিভীষণ এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন রাধানগরের জশৈল গ্রামের আকালুর ছেলে মোজাম্মেল ও আক্কেলপুর ঘোলাদিঘী গ্রামের আমজাদের ছেলে ফারুক।
১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম আরিফুল ইসলাম জানান, ভোর ৫টার দিকে কয়েকজন বাংলাদেশি রাখাল গরু আনতে অবৈধভাবে ভারতে প্রবেশ করতে গেলে ৪৪ বিএসএফ ব্যাটালিয়নের বেলডাঙ্গা বিওপির সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে দুজন আহত হন।
আহতদের সর্বশেষ অবস্থান সম্পর্কে তিনি কোনো তথ্য জানাতে পারেননি।
এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে বলে জানান এ কর্মকর্তা।
ইউএনবি