ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত) দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে আরও ১ হাজার ৮৬১ জন রোগী শনাক্ত হয়েছে।
দেশে এখন পর্যন্ত ৪ লাখ ৮৫ হাজার ৯৬৫ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৬ হাজার ৯৬৭ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৪ লাখ ১০ হাজার ৪৫২ জন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গতকাল দেশে করোনায় ২৪ জনের মৃত্যু হয়েছিল। শনাক্তের সংখ্যা ছিল ২ হাজার ১৫৯।
অ্যান্টিজেনভিত্তিক পরীক্ষাসহ গত ২৪ ঘণ্টায় দেশে ১৬ হাজার ২৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ৪৪ শতাংশ।
দেশে এখন পর্যন্ত সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।
দেশে গত ২৪ ঘণ্টায় যে ৩৭ জন মারা গেছেন, তাঁদের মধ্যে ২৮ জন পুরুষ, নয়জন নারী।
গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। ক্রমেই মহামারি আকারে সংক্রমণ বিশ্বের প্রায় সব দেশে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম সংক্রমণ শনাক্তের কথা জানায় সরকার।