ডেস্ক রিপোর্ট: পৃথিবী জুড়ে ঘটে যাওয়া আকর্ষণীয় কিছু মজাদার তথ্য জোগাড় করে তালিকাটি সম্পন্ন করতে কয়েকমাস সময় লেগে গেছে। এ সমস্ত তথ্যগুলি এলোমেলো কিন্তু খুবই মজাদার হবে আশা করছি। এ সব তথ্য দৈনিক এইদিনের পাঠকদের কাছে ধারাবাহিকভাবে উপস্থাপনের চেষ্টা করছি…
১. বিখ্যাত ‘হাল্লেলুজা’ (Hallelujah) গানের লেখক ‘লিওনার্ড কোহেন’ (Leonard Cohen) গানটি লেখার সময় ৮০ বারের বেশি পরিবর্তন করেছিলেন!
২. মানুষের বিরল ধরণের এক মানসিক রোগ হচ্ছে ‘বোয়ানথ্রপি’ (Boanthropy), এই রোগে আক্রান্তরা নিজেদের গরু মনে করে ঘাস-লতাপাতা খায়!
৩. হিউ জ্যাকম্যান নিজ দেশ অস্ট্রেলিয়া ভ্রমণের সময় প্রায়শই পাপারাজ্জিদের বলে থাকেন সেখানে কোথায় থাকবেন, যাতে তারা তার ছবি তুলতে পারে। এতে পাপারাজ্জিরা তাকে ছেড়ে চলে যায়, এরপর তিনি নির্বিঘ্নে ভ্রমণ শেষ করেন!
৪. জেমস ট্যাটের বিখ্যাত কবিতা ‘দ্যা লস্ট পাইলট’র (‘The Lost pilot’) গ্রাফিক্সের সবুজ আলোকসজ্জার কাজে এত বেশি খরচ করেছিলো যে (খরচের পরিমাণ-১০ মিলিয়ন) এ কারণে এবিসির চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়েছিলো!
৫. পৃথিবীর সবচেয়ে বৃহত্তম জীবন্ত প্রাণ হচ্ছে ‘জায়ান্ট সিকোইয়া’ প্রজাতির একটি গাছ, যার নাম জেনারেল শেরম্যান!
৬. ‘টুপ্যাক’ (Tupac) হলেন প্রথম মার্কিন শিল্পী যিনি কারাগারে থাকাকালীন তার অ্যালবাম বিলবোর্ড চার্টে ১ নাম্বারে স্থান দখল করে!
এটি ছিল তার তৃতীয় স্টুডিও অ্যালবাম, আর এই অ্যালবামের শিরোনাম ছিলও ‘মি এগেনেস্ট দ্য ওয়ার্ল্ড’ (Me Against the World)!
৭. আপনি যদি ৪০৮৯x ৯ গুণিত করলে পাওয়া যাবে ৯৮০১!
৮. প্রতি বছরের ১৭ আগস্ট সারাবিশ্বে ‘কালো বিড়াল সাদরে গ্রহণ দিবস’ (Black Cat Appreciation Day) হিসেবে পালন করা হয়!
৯. শনি গ্রহ এত বড় যে আমাদের পৃথিবীর সমান ৭৫৫টি পৃথিবী সেখানে রাখা যাবে!
১০. এমিনেমের ‘র্যাপ গড’ (Rap God) গানে মোট ১,৫৬০টি শব্দ রয়েছে এবং গানটি তিনি মাত্র ৬ মিনিট ৪ সেকেন্ডে গেয়ে বিশ্ব রেকর্ড করেছেন!
এই গানটি সবচেয়ে বড় গান হিসেবে জনপ্রিয়তার নতুন বিশ্ব রেকর্ড করে!
১১. ‘ওয়াটার ড্রপওর্ট’ (water dropwort) একটি অত্যন্ত বিষাক্ত উদ্ভিদ হিসেবে পরিচিত!
এই গাছের বিষক্রিয়ায় মানুষ মারা যাওয়ার পর মৃতদের মুখে হাঁসির চিহ্ন ফুটে ওঠে, এ কারণে এই গাছকে ‘সার্ডোনিক গ্রিন’ (sardonic grin) নামেও ডাকা হয়!
১২. এক ব্রিটিশ চকোলেট বিজ্ঞানী তার বানানো স্বাদের কুঁড়িগুলির জন্য ১ মিলিয়ন ডলারের বীমা করেছিলেন!
১৩. মার্কিন এফডিএ স্ট্যান্ডার্ড অনুযায়ী ‘ক্রাফট সিঙ্গলস’কে (Kraft singles) পনির বলা ভুল হয়!
মার্কিন এফডিএ স্ট্যান্ডার্ড অনুযায়ী কোনো খাবারে ৫১% এর কম পরিমাণে পনির থাকলে সেই খাবার পনির হিসেবে বিক্রি করা যাবে না!
১৪. ১৯১২ সালে ডুবে যাওয়া টাইটানিক জাহাজে থাকা তিনটি কুকুর প্রাণে বেঁচে গিয়েছিলও, এই কুকুরগুলো তাদের মালিকদের সঙ্গে প্রথম শ্রেণীর কামরায় ভ্রমণ করছিলও!
১৫. চীনে ৩হাজার মেইল দীর্ঘ বেশ কয়েকটি ভূগর্ভস্থ টানেল রয়েছে, এগুলো ‘আন্তঃমহাদেশীয় ভ্রাম্যমাণ ব্যালিস্টিক মিসাইল’ সংরক্ষণ এবং পরিবহন কাজে ব্যবহার করা হয়!