অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল সম্পর্কে আবারও বিস্ফোরক মন্তব্য করেছেন বীরেন্দ্র শেবাগ। আইপিএল খেলার থেকে ভারতে গলফ খেলায় বেশি আগ্রহ ম্যাক্সওয়েলের এমন মন্তব্য করেছেন এবার শেবাগ।
এর আগে আইপিএলে বাজে পারফর্ম্যান্সে ম্যাক্সওয়েলকে ‘১০ কোটির চিয়ারলিডার’ বলে কটাক্ষ করতে ছাড়েননি শেবাগ।
সম্প্রতি দেশের জার্সিতে মাঠে নেমে দারুণ ব্যাট করেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার একদিনের সিরিজ জয়ের পেছনে গ্লেন ম্যাক্সওয়েলের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। দেশের জার্সিতে মাঠে নেমে দারুণ ব্যাট করেন এ তারকা।
এ নিয়ে শেবাগকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আইপিএলে টাকা নিশ্চিত। তাই ব্যাটিং নিয়ে খুব একটা মনোযোগী না অজি ব্যাটসম্যান। সারাক্ষণ ফুর্তিই করে। সেটাই পারফর্ম্যান্সে ধরা পড়ে। ব্যাটিং ছাড়া নাচানাচি, অন্যদের উৎসাহ জোগানো, ঘুরে বেড়ানো এই সব করে। ম্যাচ শেষ হলে ড্রিংক নিয়ে নিজের ঘরে চলে যায় আর ড্রিংক করে।
দেশের জার্সি গায়ে ম্যাক্সওয়েলের এত ভাল খেলার রহস্য কী? এমন প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, অস্ট্রেলিয়া দলে জায়গা পেতে প্রবল প্রতিদ্বন্দ্বিতা চলে। দুই-তিনটি ম্যাচে রান না পেলেই বাদ যাবেন ম্যাক্সওয়েল এবং সেই জায়গা ফিরে পাওয়া খুব কষ্ট। তাই দেশের হয়ে গভীর মনোসংযোগ নিয়ে খেলেন ম্যাক্সওয়েল।