ঘরের মাঠ ন্যু ক্যাম্পে চ্যাম্পিয়ন্স লিগের হওয়া ম্যাচে জুভেন্টাসের কাছে ৩-০ গোলে হেরেছে বার্সেলোনা। এই জয়ে জুভেন্টাস গ্রুপ পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে। দলটির পঞ্চম জয়ে পয়েন্ট দাঁড়িয়েছে ১৫।
২০১৮ সালে রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়ার পর বিশ্বসেরা দুই খেলোয়ার মেসি ও রোনালদো প্রথমবারের মতো একে অপরের বিপক্ষে খেললেন। মেসি ও রোনালদো দ্বৈরথ ম্যাচের ১১ মিনিটে ডি বক্সের ভিতরে রোনালদোকে ফাউল করে আরাউজোর। পেনাল্টিতে গোল করে রোনালদো। চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে পেয়ে গেলেন তার প্রথম গোল।
ম্যাচের ২০ মিনিটে ফ্লাই করে জালে বল জড়ালেন ম্যাকেনি। এটাই ম্যাকেনির প্রথম ইউসিএল গোল। দ্বিতীয়ার্থে ম্যাচের ৫২ মিনিটে আবার পেনাল্টিতে গোল করে জুভেন্টাসকে ৩-০ তে এগিয়ে নেন রোনালদো।