ডেস্ক রিপোর্ট: বিজেপি সরকার ভারতের ক্ষমতায় আসার পর থেকেই দেশটিতে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের ওপর হামলা হয়েছে। দূরত্ব বেড়েছে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে। দেশটির বিভিন্ন রাজনৈতিক দল এবং প্রগতিশীল মানুষের দাবি, বিজেপি সরকার ভারতকে হিন্দু রাষ্ট্রে রুপান্তরের চেষ্টা করছে। এরকম প্রেক্ষাপটে ভারতের রাজধানী দিল্লিতে চলা কৃষক আন্দোলনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যে ভিডিওটিতে সম্প্রীতির এক দৃষ্টান্ত উঠে এসেছে।
ভিডিওটিতে দেখা গেছে, কৃষকদের আন্দোলনে যোগ দেওয়া বেশ কয়েকজন মুসলিম ব্যক্তি জামাতে নামাজে আদায় করছেন। আর তাদের সুরক্ষার ব্যবস্থায় রয়েছেন শিখ সম্প্রদায়ের লোকেরা। আজকের ভারতে রাজধানী দিল্লির বুকে এই ছবিতে শীতের মধ্যেও যেন বসন্ত এসেছে। ভারতে সাম্প্রতিক সময়ে ধর্ম নিয়ে যারা বিবাদ করছেন তাদের জন্য এই ছবি একটি আদর্শ হয়ে উঠবে।
ভিডিওতে স্পষ্ট দেখা গেছে, শিখ সম্প্রদায়ের মানুষরা নামাজ পড়া মুসলিম সম্প্রদায়ের মানুষদের আশেপাশে দাঁড়িয়ে আছেন। যেন তাদের নামাজ পড়তে কোনো ধরনের সমস্যা না হয়। রানা আয়ুব নামে এক ব্যক্তি সামাজিক মাধ্যমে ওই ভিডিও পোস্ট করার পর পরই তা ভাইরাল হয়ে গেছে। প্রচুর মানুষ ভিডিওটি শেয়ার করেছেন। অনেকের বক্তব্য, ভিডিওটি আরও একবার ভারতের ঐক্যের ছবি তুলে ধরেছে।
সাধারণ মানুষ এই ভিডিওতে প্রচুর ইতিবাচক কমেন্টও করেছেন। তাদের মতে এটিই ভারতের আসল পরিচয় বাহক।