• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১২:৩৬ অপরাহ্ন
Notice
We are Updating Our Website

ফের মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেলেন আনোয়ারুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
ফের মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেলেন আনোয়ারুল ইসলাম

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের চুক্তির মেয়াদ আরো দুই বছর বাড়িয়েছে সরকার। মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগামী ১৫ ডিসেম্বর এক বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল তার।

এর আগে ২০১৯ সালের ১৩ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিব হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ পান সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

উল্লেখ্য, ২০১১ সালের ১৩ নভেম্বর সেতু বিভাগের ভারপ্রাপ্ত সচিব হন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। পরে ২০১৩ সালের ৩১ জানুয়ারি সচিব এবং ২০১৭ সালের ১৩ জুলাই জ্যেষ্ঠ সচিব পদে পদোন্নতি পান তিনি। তার বাড়ি টাঙ্গাইলে। তার স্ত্রী কামরুন নাহারও সচিব। ১৯৮৩ বিসিএস ব্যাচের কর্মকর্তা আনোয়ার পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ কল্যাণে। ডেভলপমেন্ট প্ল্যানিং এ একটি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমাও রয়েছে তার।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর