• বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ
শেখ হাসিনা দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন : ড. ইউনূস প্রতিবাদের ভাষা অনেক শক্ত করেছি, যুদ্ধ বাঁধাতে পা‌রি না: পররাষ্ট্র উপদেষ্টা ডেঙ্গুতে এক দিনে ৫ জনের মৃত্যু, শনাক্ত ৫০০ ছাড়িয়েছে জাতীয় স্বার্থরক্ষা করে যে কোন বিনিয়োগকে স্বাগত জানাই: নাহিদ ইসলাম দেশের ৩৪ জেলায় নতুন জেলা প্রশাসক ডিএমপির মিডিয়া শাখার নতুন ডিসি তালেবুর রহমান, ১২ কর্মকর্তাকে পদায়ন সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার ক্রিকেটে ফিরছেন মাশরাফি ভারতের সঙ্গে চলমান কোনো প্রকল্প স্থগিত হয়নি: অর্থ উপদেষ্টা ‘বাংলাদেশে ভারতের সহযোগিতায় চলমান প্রকল্পের কাজ চালু থাকবে’

ঘন কুয়াশায় বাংলাবাজার-শিমুলিয়ায় সকল নৌযান বন্ধ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
ঘন কুয়াশায় বাংলাবাজার-শিমুলিয়ায় সকল নৌযান বন্ধ

ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-বাংলাবাজার নদী ঘাটে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। রোববার (৬ ডিসেম্বর) রাতে মাঝ নদীতে সহস্রাধিক যাত্রী ও যানসহ আটকা পড়েছে সাতটি ফেরি। বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্রে এমন তথ্য জানা গেছে।

ঘাট সূত্রে জানা গেছে, উভয়পাড়ে পারাপারের অপেক্ষায় রয়েছে পাঁচ শতাধিক যানবাহন। এছাড়া সকালে কুয়াশার পরিমাণ আরও বেড়ে গেলে রুটের ৮৭টি লঞ্চ ও সাড়ে চারশ’ স্পিডবোট চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিএর বাংলাবাজার ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, কুয়াশার তীব্রতা বেড়ে গেলে মধ্যরাতের পর থেকে নৌরুট বাতি জ্বালিয়েও দূরত্ব নির্ণয় করা যায়নি। ফলে দিকনির্দেশনামূলক বাতি অস্পষ্ট হয়ে যায়। পদ্মায় দিক নির্ণয় করতে না পারায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, কুয়াশার চাঁদরে ঢাকা পড়েছে নৌপথ। ঘন কুয়াশায় বয়া, বাতি দেখা না যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ রুটে চলাচলরত ১৪টি ফেরির মধ্য শুধু বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরির ফগলাইট রয়েছে। তাও মানসম্মত না হওয়ায় এ কুয়াশায় চলাচল উপযোগী নয়। কুয়াশা কেটে গেলে চলাচল স্বাভাবিক হবে।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর