ঘন কুয়াশায় বাংলাবাজার-শিমুলিয়ায় সকল নৌযান বন্ধ

ঘন কুয়াশায় বাংলাবাজার-শিমুলিয়ায় সকল নৌযান বন্ধ

ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-বাংলাবাজার নদী ঘাটে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। রোববার (৬ ডিসেম্বর) রাতে মাঝ নদীতে সহস্রাধিক যাত্রী ও যানসহ আটকা পড়েছে সাতটি ফেরি। বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্রে এমন তথ্য জানা গেছে।

ঘাট সূত্রে জানা গেছে, উভয়পাড়ে পারাপারের অপেক্ষায় রয়েছে পাঁচ শতাধিক যানবাহন। এছাড়া সকালে কুয়াশার পরিমাণ আরও বেড়ে গেলে রুটের ৮৭টি লঞ্চ ও সাড়ে চারশ’ স্পিডবোট চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিএর বাংলাবাজার ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, কুয়াশার তীব্রতা বেড়ে গেলে মধ্যরাতের পর থেকে নৌরুট বাতি জ্বালিয়েও দূরত্ব নির্ণয় করা যায়নি। ফলে দিকনির্দেশনামূলক বাতি অস্পষ্ট হয়ে যায়। পদ্মায় দিক নির্ণয় করতে না পারায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, কুয়াশার চাঁদরে ঢাকা পড়েছে নৌপথ। ঘন কুয়াশায় বয়া, বাতি দেখা না যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ রুটে চলাচলরত ১৪টি ফেরির মধ্য শুধু বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরির ফগলাইট রয়েছে। তাও মানসম্মত না হওয়ায় এ কুয়াশায় চলাচল উপযোগী নয়। কুয়াশা কেটে গেলে চলাচল স্বাভাবিক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *