৬ ডিসেম্বর ভারত-বাংলাদেশের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিন ছিল জানিয়ে ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধ চলাকালীন ভারত বাংলাদেশকে একটি সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দেয়।
রোববার (৬ ডিসেম্বর) বাংলাদেশের গৌরবমণ্ডিত মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। এসময় শিখা চিরন্তনে বাংলাদেশের মুক্তির জন্য জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এ হাইকমিশনার।
ভারতীয় হাইকমিশনার আরও বলেন, বাংলাদেশের উদ্যমী তরুণরা দেশের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করছে। ভারত-বাংলাদেশ অংশীদারিত্বকে আরো সুদৃঢ় করতে তিনি তাদের সমর্থন কামনা করেন।