• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০২:৪৯ অপরাহ্ন
Notice
We are Updating Our Website

আকর্ষণীয় কিছু মজাদার তথ্য-২

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
আকর্ষণীয় কিছু মজাদার তথ্য-২

ডেস্ক রিপোর্ট: পৃথিবী জুড়ে ঘটে যাওয়া আকর্ষণীয় কিছু মজাদার তথ্য জোগাড় করে তালিকাটি সম্পন্ন করতে কয়েকমাস সময় লেগে গেছে। এ সমস্ত তথ্যগুলি এলোমেলো কিন্তু খুবই মজাদার হবে আশা করছি। এ সব তথ্য দৈনিক এইদিনের পাঠকদের কাছে ধারাবাহিকভাবে উপস্থাপনের চেষ্টা করছি…

১. লালা ছাড়া মানুষ খাবারের স্বাদ নিতে পারবে না!

২. জার্মানির মোটরসড়কে আসলে কোনও গতিসীমা নেই!

পশ্চিম জার্মানি নাৎসি প্রত্যয় হিসাবে এই নিয়ম বানিয়েছে, পরে ১৯৭২ সালে এই আইন সরকারিভাবে কার্যকর করা হয়!

৩. আপনি সারাদিনে যদি শুধুমাত্র খরগোশের মাংস আহার করেন তবে প্রোটিনের বিষক্রিয়ায় আপনার মৃত্যু হতে পারে!

খরগোশের মাংসে অত্যধিক প্রোটিনের মিশ্রণ ও কোনও চর্বি না থাকায় এমন ঘটতে পারে!

৪. একটি বানরের উচ্চতা নির্ভর করে তার অণ্ডকোষের আকারের উপর!

গবেষণায় দেখা গেছে, যেসব বানরের অণ্ডকোষ ছোট আকৃতির সেসব বানরের উচ্চতা বেশি থাকে!

৫. প্রতিটা পিক্সার মুভি কন্টেন্টে (contains) একটি রেফারেন্স কোড থাকে, এই কোড তৈরির পরই মুভিটি বানানো হয়!

৬. জো অ্যারিডির (Joe Arridy) আইকিউ ছিল ৪৬, এবং মৃত্যুর আগে সবচেয়ে হাসিখুশি কয়েদি হিসেবে তিনি সারাবিশ্বে পরিচিত!

জো অ্যারিডিকে যখন মৃত্যুর জন্য গ্যাস চেম্বারে ঢুকতে বলা হয় তখন তিনি হাসতে হাসতে চেম্বারে প্রবেশ করেন। পরবর্তীতে দেখা গেছে তিনি আসলে নির্দোষ ছিলেন!

৭. ডাইনোফ্লেজলেটস (Dinoflagellates) নামে এক প্রকার প্লাঙ্কটন (সমুদ্র নদী প্রভৃতির জলে ভাসন্ত শ্যাওলা জাতীয় উদ্ভিদ) রয়েছে, যা খেলে মানুষের শরীর শীতের দেনে উত্তপ্ত হয় আবার গরমে খেলে শীতল হয়!

এছাড়া এই উদ্ভিদ খেলে মানুষ হ্যালুসিনেটও করতে পারে, আর এমন অনুভূতি কয়েক সপ্তাহ থেকে কয়েক বছর পর্যন্ত স্থায়ী হতে পারে!

৮. লাল পাণ্ডার (Red pandas) জীবিত কোনও সমগোত্রীয় আত্মীয় নেই, এগুলি এমনকি দৈত্য পাণ্ডার (giant pandas) সাথে সম্পর্কিত নয়!

৯. খ্রিস্টধর্মের পর, আমেরিকার বৃহত্তম ধর্ম বিশ্বাসী গোত্র হচ্ছে ইহুদী জাতী!

১০. ইতালি মাফিয়াদের বিচারের জন্য একটি পুরো কোর্টহাউস তৈরি করেছিল!

১৯৮৬-১৯৯২ সাল পর্যন্ত চলমান এই বিচারে তারা ৪৭৪ সদস্যের বিচার করেছিল। আজ অবধি এটি বিশ্বের বৃহত্তম আদালত কার্যক্রম হিসেবে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছে!

১১. ডগ এঞ্জেলবার্ট (Doug Engelbart) ১৯৬৪ সালে প্রথম কম্পিউটারের মাউস তৈরি করেছিলেন!

১২. ইতিহাসের সবচেয়ে ছোট ফটোগ্রাফি হচ্ছে একটি পরমাণুর তোলা ছবি!

১৩. বুধটি সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হওয়া সত্ত্বেও শুক্র হচ্ছে সবচেয়ে উষ্ণ গ্রহ!

১৪. মহিলা ও পুরুষ হেরনস (herons, সারস-জাতীয় পাখি) এর মধ্যে আসলে চাক্ষুষ কোনও পার্থক্য নেই!

১৫. ক্রেন ব্যবহার করেই নতুন ক্রেন বানানো হয়!


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর