• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১২:৫৪ অপরাহ্ন
Notice
We are Updating Our Website

সবজি চাষ করে স্বাবলম্বী হচ্ছে নারীরা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
সবজি চাষ করে স্বাবলম্বী হচ্ছে নারীরা

ঢাকাসহ আশেপাশের জেলাগুলোতে মানিকগঞ্জের উৎপাদিত সবজির চাহিদা রয়েছে। এতে করে প্রতি বছর জেলায় সবজির আবাদ ও চাষীর সংখ্যা বাড়ছে। পরিবারের অন্যান্য সদস্যদের সাথে নারীরাও সমানতালে ক্ষেতে কাজ করছেন। সবজির উৎপাদন বাড়াতে আর শ্রমিক খরচ বাঁচাতে প্রতিদিনই কাজ করছেন তারা।

সাটুরিয়া উপজেলার জান্না এলাকার শাহনাজ খাতুন বলেন, চলতি বছর করোনা আর বন্যায় সবজি চাষে বেশ ক্ষতি হয়েছে। এ ক্ষতি পুষিয়ে নিতে পানি নামার সাথে সাথে ক্ষেতে সবজির আবাদ শুরু করেছি। মূলধন কম থাকায় শ্রমিকের খরচ বাঁচাতে স্বামীর সাথে ক্ষেতে কাজ করছি।

বিলকিস আক্তার বলেন, বিভিন্ন সবজির ক্ষেতের বীজ সংরক্ষণ,বীজতলা তৈরি, নিরানী, পানি দেওয়া, সবজি তোলাসহ ক্ষেতের সব কাজেই পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কাজ করি। এতে সংসারের আয় রোজগার বাড়ে।

রহিমা খাতুন জানান,সংসারের কাজ সামলিয়ে বাড়তি সময়টুকু সবজি আবাদে দিচ্ছি। এবার সবজির ফলন ভাল হয়েছে। বাজারমূল্য ভাল থাকলে লাভবান হবো। জান্না উত্তরপাড়া গ্রামের মো.জসিম উদ্দিন বলেন, ২৫ বিঘা জমিতে বেগুন,ফুলকপি,মরিচ, করলা, লাউ ও শিমের আবাদ করেছি। এসব ক্ষেতে কাজ করা শ্রমিকদের প্রতিদিন চার থেকে পাঁচশো টাকা মজুরি দিতে হয়। পরিবারের নারী সদস্যরা ক্ষেতে কাজ করায় শ্রমিক কম লাগে।

জাতীয় মহিলা সংস্থা মানিকগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান লক্ষী চ্যাটার্জী বলেন, চাষাবাদের বিভিন্ন কাজে আগে থেকেই নারীরা অংশগ্রহন করতো। নানা কুসংস্কারের কারনে ক্ষেতে কাজ করতো না। তবে দিন দিন সমাজে নারীর প্রতি ভ্রান্ত ধারণা দূর হওয়ায় নারীরা চাষাবাদে ক্ষেতেও কাজ করছেন।

মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক মো. শাহজাহান আলী বিশ্বাস জানান, মাঠ পর্যায়ের বিভিন্ন প্রশিক্ষণ,সভা,মাঠ দিবসের অনুষ্ঠানে ৩০ ভাগ নারীদের অংশগ্রহন নিশ্চিত করতে কাজ করা হয়। এতে করে নারীরা দিন দিন উপযুক্ত পরামর্শ গ্রহনের মাধ্যমে চাষাবাদে অবদান রাখছেন। চলতি বছর ৮ হাজার পাঁচশো হেক্টর সবজির আবাদের লক্ষমাত্রা ধরা হয়েছে। এখন পর্যন্ত ৭ হাজার আটশো হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর