• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৪:১৮ অপরাহ্ন
Notice
We are Updating Our Website

এক সপ্তাহে দুই দফা কমেছে স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
এক সপ্তাহে দুই দফা কমেছে স্বর্ণের দাম

দেশের বাজারে সোনার দাম আবারও কমানো হয়েছে। মঙ্গলবার (১ ডিসেম্বর) প্রতি ভরি সোনার দাম ১ হাজার ১৬৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

এক সংবাদবিজ্ঞপ্তিতে-বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে ডলার ও জ্বালানি তেলের দরপতন এবং সোনার বাজারের ওঠানামা সত্ত্বেও দেশের বাজারের অচলাবস্থা কাটাতে সোনার দাম কমানো হয়েছে। গেল সপ্তাহে প্রতি ভরিতে আড়াই হাজার টাকা কমানোর পর আবারও প্রায় ১২শ’ টাকা কমায় প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম পড়বে ৭২ হাজার ৬৭০ টাকা, ২১ ক্যারেট ৬৯ হাজার ৫০০ টাকা, আর ১৮ ক্যারেটের সোনা কিনতে গুণতে হবে ৫৯ হাজার ৮৪০ টাকা।

এছাড়া প্রতি ভরি সনাতনি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার ৫০০ টাকা। সোনার নতুন দাম কার্যকর হবে বুধবার (০২ ডিসেম্বর) থেকে।

সোনার দাম পরিবর্তন করা হলেও, রুপা বিক্রি হবে আগের দামেই। বাজুস দাম কমালেও বিশ্ববাজারে মঙ্গলবার (০১ ডিসেম্বর) প্রতি আউন্স সোনার দাম ৩৩ ডলার পর্যন্ত বাড়তে দেখা যায়। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১১টায় আন্তর্জাতিক বাজারে আউন্স প্রতি সোনার দাম ছিল ১ হাজার ৮১১ ডলার।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর